শীতের সকালে এক টুকরো রোদ এসে
              জানালা দিয়ে উকি দেয়।
তখন সকাল,খুকুর ঘুম ভেঙ্গে গেছে।
শিশির ভেজা ঘাস আর হিমেল ঠান্ডা বাতাসে,
চারদিকটা সোনালী আলোয় আলোকিত হচ্ছে।
কর্মব্যস্ত মানুষগুলোর পদচারনায় ব্যাস্ত হয়ে
        পড়ছে শহর ও গ্রামগুলো।
বেলা গড়াতেই সুর্যটা পুব হতে পশ্চিমে চলে যাচ্ছে।
       একটু পরেই আবার সন্ধ্যা নামবে।
পড়ন্ত বিকালে হালকা কুয়াশা আছড়ে পড়ছে,
         নদীতীরের জনপদে।
নদী আর ঝাউবন মিলে এ যেন এক
             কুয়াশাছন্ন মেঘ।
সন্ধ্যার পরেই ক্ষীরপুলি, পাটিসাপটা আরও কত
       রকমারী পিঠা বানাবে খুকুর মা।
এভাবেই বেশ আনন্দে কাটবে আজকের রাতটা।