সময় নেই, সময় নেই এখন অনেক তাড়া,
শোন ভাই কোথায় যাও একটুখানি দ্বারা।
ছিল না সময় আগে কখনও, এখন কি সময় আছে?
ক্ষনিকের এই দুনিয়াতে সময়টাই আজ মিছে।
দিন আসে, রাত নামে, সন্ধ্যা আসে, ভোর হয়,
সময়ের কাজ সময়ে করে, তোমার কিছু আসে যায়?
সময়ের এই ঘুর্নিপাকে তাকাও তুমি পৃথিবীর দিকে,
জীবজগতের প্রানীরা ঘুরছে সবাই ঘুর্নিপাকে।
এখন যে সময় পাবে তুমি তা আর পাবে না ভাই,
সময় থাকতেই সময়কে কাজে লাগাও তাই।
কারো জন্য করে না দেরী সময় চলে তাড়াতাড়ি,
ধরতে গেলে পারবে না কো হবে বাড়াবাড়ি।