কি ভাবছো তুমি?  সবকিছু কি নষ্টদের অধিকারে যাবে?  
না - কোনদিনও তা হতে দেব না।
লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে কখনোই  বৃথা যেতে দেব না।
মায়ের, বোনের সম্ভ্রম ও ভাইয়ের রক্তে ভেজা শার্ট ধুলোয় মিশে যেতে দেব না।
না! সবকিছু নষ্টদের অধিকারে যাবে না।  
বাহান্নোর ভাষা আন্দোলন, একাত্তরের রৌদ্দজ্জল দিনের তেজস্বী সূর্যকে কখনোই অস্তমিত হতে দেব না!  
না!  সবকিছু নষ্টদের অধিকারে যাবে না।  
কেন হায়েনারা বারবার হানা দেয় তেতুলিয়া থেকে টেকনাফ? হাসে অট্টহাসি!  
চালায় খুন,ধর্ষন, লুটপাট, দাঙ্গা - হাঙ্গামা
কেন দেশে আজ এত ধর্ষন সন্ত্রাস?
                না! না!  না!  
সবকিছু নষ্টদের অধিকারে যাবে না।  
বাংলার মাটিতে কখনোই তা হতে দেব না!
          এ আমার দৃঢ অঙ্গীকার -
দুর্বার যুব শক্তি দিয়ে রুখে দেব সব অপশক্তি
আবারও ম্লানময় দিনগুলো রৌদ্দজ্জল দিনে
              পরিনত করবো আমি!  
মলিন মুখে ফুটবে অমলিন হাসি -
               হ্যা ঠিকই বলছি
সবকিছু নষ্টদের অধিকারে যাবে না।