সাগরের তীব্র স্রোতে দেখেছি সাগরের গর্জন,
স্বপ্নময় ঢেউ এর বালুচরে হারিয়ে গিয়েছি শতবার।
দেখেছি শামুক -ঝিনুক আছড়ে পড়ে বালুচরে,
কত শত বালক- বালিকা, নর- নারী মেতে ওঠে
                     আপন মনে।
জেলে নৌকা আর ট্রলারগুলো
          মাছ ধরে ফিরে আসে নিজ গন্তব্যে।
গোধুলি বেলায় সাগড় পাড়ে যেন
           রুপকথার রাজ্য নামে,
হাটি হাটি পা দিয়ে পশ্চিমের লাল সুর্য আর
দুরের সাগড়পাড় যেন দৃষ্টি কাড়ে সবার।
সাগরের ঢেউ সব গ্রাস করে আপন মনে,
সব ভুলে হারিয়ে যাও ঔ সাগরের মোহনার তরে।