এগারোটি মাস পরে এলো মাহে রমজান,
সংযমের এ মাসে হে মুসলিম হও আগুয়ান।
আত্মত্যাগ ও আত্মশুদ্ধি আসুক সবার মনে,
রহমতের এ সওগাত ছড়িয়ে পড়ুক জনে জনে।
হিংসা,গীবত,হানাহানি আর যত মন্দ কাজ আছে,
এসব থেকে বেচে রব আমরা সবার তরে।  
দেশে দেশে ছড়িয়ে পড়ুক শান্তি ও সম্প্রতি,
ধনী - গরীব এক হলে দেশে পাল্টে যাবে সকল নীতি।
সংযমের এ শিক্ষা নিয়ে চলবো মোরা সরল পথে,
সুখের দিনে হাসব মোরা কাদব আবার সবার দুঃখে।