সবুজ অরন্যে আজ বিলে ফোটা
              পদ্ম ফুল ফুটে আছে,
তার চারদিকে মৃদু ঢেউ আন্দোলিত করছে,
               ফোটা পদ্মগুলোকে-
ঢেউগুলো আন্দোলিত করছে হ্রদয় ও মনকেও
   বিলের ফুলগুলো আজ মুগ্ধ করছে
                চারদিকের পরিবেশ!
হঠাৎ একটি পানকৌড়ি এসে বসল বিলের ধারে
লম্বা তীক্ষ্ণ ঠোট আর লম্বা সবুজ দুখানি পায়ে
                এগিয়ে চলছে সে -
          ছোট মাছ শিকার করতে!
হঠ্যাৎ খপ করে একটি পুটি ধরে ফেলল
                   পানকৌড়িটা।
চারপাশের সবুজ অরন্য আজ,
                   অপরুপ সাজে সেজেছে।
তখন বিলের জলাধারে সন্ধ্যা নামার অপেক্ষা-
            বিলের ধারে সন্ধ্যা নামলো,
             পদ্মগুলো আধারে ডুবলো
            পানকৌড়িটাও আকাশে উড়ল।