পারবে কি তুমি?  
            সত্যর পথে চলতে,
পারবে কি তুমি?  
            মিথ্যা ছেড়ে আপন পথ ধরতে,
পারবে কি তুমি?  
            আকাশের মত উদার হয়ে চলতে,
পারবে কি তুমি?  
            বাতাসের মত কর্মী হয়ে চলতে,
পারবে কি তুমি?  
            হিমাদ্রীর ঔ উচু শিখা ধরতে,
পারবে কি তুমি?  
            হিংসা ছেড়ে বন্ধু হয়ে চলতে,
পারবে কি তুমি?  
            রক্ত না ঝড়িয়ে গোলাপ ফুল ছিড়তে,
পারবে কি তুমি?  
            নদীর মত আপন ধারায় ছুটতে,
পারবে কি তুমি?  
           অন্যায় রুখে  নতুন জীবন গড়তে?