এসেছে নতুন ভোর, এসেছে নতুন দিগন্ত
     হে যুবক তুমি চোখ তুলে দেখো
নতুন সুর্যোদয়ে আলোকিত হয়েছে আমাদের
                  এ স্বাধীনতা!!!
হ্যা তোমাকেই বলছি এসেছে নতুন ভোর
যত জীর্ন পুরাতন, ধুলি - ধুসর মলিন পথ
         চলো সবে মিলে করি সাফ।
         ধুয়ে যাক যত পাপ!
নতুন এ পথে চলো হই আগুয়ান।
হে কৃষক, হে শ্রমিক, হে শ্রমজীবী জনতা
           চলো করি এ শপথ
এ স্বাধীনতাকে রক্ষা করবোই আমরা
           বীর দর্পে দৃঢ় - চিত্তে।
আবারও বাংলার নদী ভরে উঠবে জলে
তিস্তা,পদ্মা,কুশিয়ারা ফিরে পাবে নতুন প্রান।
সে নদীতে সাদা হাসের দল খেলা করবে ;
সাতরে বেড়াবে এপার হতে ওপারে ;
         হ্যা এটাই তো আমার চাওয়া
হে যুবক, তোমাকেই বলছি,
         এসেছে নতুন ভোর।
যত আছে সব দুর্নীতির বেড়াজাল,
         সব ছিন্ন করো তুমি
চলো সবে মিলে করি এ কাজ।
হাজারো ছাত্র জনতার রক্তে ভেজা এ
           নতুন পথ
চলো একসাথে দেই পাড়ি।
সে পথে থাকবে সবাই -নতুন দেশের বির্নিমানে।
কাধে কাধ মিলিয়ে দেশটাকে করবো নির্মান
       এ আমার দৃঢ় অঙ্গীকার।