অপরুপ রুপ মাধুর্যে ঘেরা আমার দক্ষিন বঙ্গ,
প্রকৃতির পরতে পরতে ছড়িয়ে রয়েছে নতুন নতুন স্বপ্ন।
সাগর তীরের জনপদ লতা পাতায় ঘেরা,
প্রকৃতির রুপ লাবন্যে আজ যায় না ঘরে ফেরা।
সুন্দরবনে আছে বাঘ,হরিণ, শিয়াল আর কত রঙের পাখি-
সৈকতের ঐ বিশালতায় মুগ্ধ হয় আখিঁ।
গভীর অরন্যর বাঘ দেখে পেয়ো না কো ভয়,
বিলের রঙিন ফু্ল আর শাপলা- শালুক মনের মাঝে রয়।
ইচ্ছে হলে চলে এস তুমি আমার বাড়ি,
প্রকৃতির রুপ দেখাবো তোমায় চড়ে ঘোড়ার গাড়ি।