বিজয়ের লগ্নে এসে আমরা হারালাম তোমাদের,
                 হে সুর্য সন্তানেরা!
তোমাদের আত্মত্যাগ স্মরন করবে
                   বাঙ্গালি জাতি চিরকাল।
তোমরা ছিলে, তোমরা আছ, তোমরা থাকবে
                   বাঙ্গালীর হ্রদয়ে
এ প্রতিজ্ঞাই আমি করে যাব আজ আগামী প্রজন্মের প্রতি!  
হে মেধাবীগন,
তোমাদের অপুর্নতা আজও পুরন করতে পারি নি আমরা।
তোমাদের মেধা ও জ্ঞানে যদি পুর্ন হতে পারতাম আমরা
তবে এদেশ আজ এগিয়ে যেত আরও বহুদুর।  
কী দুর্ভাগ্য আমাদের!
বাঙ্গালি জাতির বিজয়ের লগ্নেই হারিয়ে ফেললাম তোমাদের
গোবিন্দ চন্দ্র দেব, আনোয়ার পাশা, মুনীর চৌধুরীদের  কেন রক্ত দিতে হল সেদিন!  
পাক হানাদাররা বাঙ্গালীর বিজয়কে স্তব্ধ করে     দিতে চেয়েছিল সেদিন
কিন্তু বাঙ্গালী দুর্বার শক্তিতে এগিয়ে গেছে তোমাদের স্মরনে
তোমাদের হারিয়ে আজ আমরা ব্যাথিত, আমরা মর্মাহত।