যে নদী বয়ে চলেছে অনন্তকাল ধরে,
সর্বগ্রাসী মেঘনা সে যে দু কুলেরই তলে।
এ কুল ভাঙ্গে ও কুল গড়ে এইতো নদীর খেলা,
মেঘনার বুকে জেলেদের কেটে যায় বেলা।
ঝাকে ঝাকে ইলিশ আসে জেলেদের জালে,
তারপরে জেলেরা মাছ ধরে খালে।
বেলা ফুরিয়ে রাত নামে আসে তীব্র অন্ধকার,
ঘন কালো আকাশে তারা জ্বলে নদীর ঔ পাড়।
তবুও এ মেঘনা চলে বড় একলা,
             ঢেউগুলোর গর্জন -
শোনা যায় দুর হতে দু- তীরেই বর্ষন।
নদী পাড়ের গ্রামগুলো যখন তীব্র শীতে ঢাকা,
মেঘনা তখন আপন মনেই ঘটায় জোয়ার-ভাটা।