কষ্ট কি শুধুই কষ্ট?  
তাই যদি হয় তবে এ জীবন নষ্ট।  
ব্যার্থতা কি শুধুই ব্যার্থতা?  
তবে এ ব্যার্থতায় জীবন কেন হয় এলোমেলো?  
সাজানা এ জীবনে হঠ্যাৎ কেন আজ হতাশার
            কালো মেঘ?
তবে কি এ কোন দুর্যোগের ঘনঘটা?  
কবিতা লিখে যাবে না বোঝানো কেমন এ ব্যার্থতা
কেন কিছু মানুষগুলো ভোগে কিছু হতাশায়
যার শুরু আছে, নেই কোন শেষ।
একদিন এ জীবনের তরে সব  হয়ে যাবে নিঃশেষ।
সাফল্য ঘেরা এ জীবনে রয়ে যাবে
          কিছু ব্যার্থতার রেশ।
জীবনের এলোমেলো এ পথে শুরু হবে নতুন  
               দিগন্তের  দেশ।