দক্ষিনবঙ্গের নদী হে তুমি, তুমি কীর্ত্তনখোলা
আমার এ হ্রদয়ের দ্বার তোমার জন্য সব সময়ই
খোলা।
বহু বছর ধরে বয়ে চলেছো
তুমি অনন্ত স্রোতধারায়,
নৌকা আর মাঝিমাল্লার দল, তোমার বুক চিরে চলে যায়- দুর থেকে আরো দুর দিগন্তে।
তোমার তীরে ঝিরিঝিরি বাতাসে সবুজ বনের,
এক অপুর্ব আন্দোলিত ধারা,
বয়ে চলেছে অবিরত।
হে নদী, তোমার হ্রদয় দোলানো স্নিগ্ধ ঢেউগুলো
মুগ্ধ করে আমায়,
মাঝেমাঝে মনে হয় এখানেই
কোন তীরে থেকে যাই আমি।
হে নদী তোমার স্রোতধারা নিয়ে বয়ে চলেছে
বিষখালী, সুগন্ধা, ধানসিঁড়ি সহ আরো কত নদী
তোমার স্রোতধারায় একদিন হারিয়ে যাব
সাগরের নীল জলরাশি!