বিষখালী নদীর এ প্রবাহধারা বয়ে চলেছো তুমি,
এ স্রোতধারা যেন থামবার নয়,
বয়ে চলেছে স্বপ্নের মত!
জোয়ার ভাটায় দেখেছি কত উথান - পতন তোমার
ঔ বুকে।
কত পাল তোলা নৌকা,জাহাজ ভেসে ভেসে যেন,
দিগন্ত পাড়ি দিয়ে নিজ গন্তব্য ছুটে চলেছে!
হে নদ তুমি আছ বলেই যেন,
এক পুর্ন তৃপ্তি লাভ করি আমরা।
জেলেরা জাল ফেলে ধরে আনে কত শত মাছ,
এ যেন এক রঙিন স্বপ্ন!
হে নদ তুমি আছ বলেই তোমার দু পাশের সবুজ
অরন্য সেজেছে আজ নতুন বেশে।
নৌযানের ঢেউয়ে ছোট খলসে আর বাটা মাছের
খেলা দেখি কখনও তোমারই দু- তীরে।
হে নদ, তোমার এ পথের শেষ কোথায়, নাই আমার
জানা!
তোমার তরে হারিয়ে যেতে আজ নেই কোন মানা।