স্বাধীনতা তুমি,
মেঘের তুলিতে লুকিয়ে থাকা নীল পদ্ম,
স্বাধীনতা তুমি,
বিস্তৃর্ন মাঠে ছড়িয়ে থাকা কিছু স্বপ্ন।
স্বাধীনতা তুমি,
ধূসর আকাশে উড়িয়ে দেয়া নীল ঘুড়ি,
স্বাধীনতা তুমি,
বাড়ির উঠোনে জড়ো হয়ে এক গাদা গল্পের ঝুড়ি।
স্বাধীনতা তুমি,
পাখির কলতানে সৃষ্টি হওয়া সবুজ সম প্রান্তর ভুমি
স্বাধীনতা তুমি,
জনতাকে আকড়ে ধরে তুমিই মাতৃভূমি।
স্বাধীনতা তুমি,
আমার ভাইয়ের রক্তে রাঙানো শহিদ মিনার,
স্বাধীনতা তুমি,
অমর একুশে ভাষা শহীদের গান,
স্বাধীনতা তুমি,
মানুষের প্রান- ভাষা,কথা আর উন্মাদনার গান।
স্বাধীনতা তুমি,
আকাশে বাতাসে বাংলা- ভাষা নদীমাতৃক প্রান।
স্বাধীনতা তুমি,
রক্তের বিনিময়ে অর্জিত এক স্বাধীন পতাকা,
এই দেশেই উড়াই আজ বিজয় নিশানা!