স্বাধীনতার এ আনন্দ বিরাজ করছে,
              আকাশে, বাতাসে।
আজ প্রান খুলে গাও গান, শুভ্র মেঘের
ভেলার মত আরও সাদা হোক যত মলিন প্রান!
ভোরের পাখিদের কন্ঠে আমি,
           এ স্বাধীনতা খুজে পাই।
দোয়েলের কলতান আর কোকিলের কুহু ডাকে,
           আমি স্বাধীনতা খুজে পাই।
গ্রীষ্মের কাঠফাটা রোদে আর বর্ষাস্নাত বিকেলে,
          আমি স্বাধীনতা খুজে পাই।
তেমনি শরতের কাশফুলে আর শীতের পড়ন্ত বিকেলে
          আমি স্বাধীনতা খুজে পাই।
                   আর রইল বিপ্লব!  
তোমাদেরকে বিপ্লব উপহার দিয়ে গেলাম আমি!
             নতুন এক বিপ্লব।
এই বিপ্লবের পরই আসবে নতুন স্বাধীনতা।
যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা,
যেখানে থাকবে শোষনহীন সমাজ,
যেখানে থাকবে একতা ও তারুন্যের শক্তি,
যেখানে থাকবে সকল জাতীয় নেতার আদর্শ।
                          হ্যা
            এটাই স্বাধীনতার বিপ্লব!