আমি চেয়েছিলাম কবি হতে,
কিন্তু সেটা ছিল স্বপ্ন,
আকাশ ভাঙ্গা দুঃখে তা হল ভঙ্গ।
আমি চেয়েছিলাম জীবনটা সাজাতে,
কিন্তু তা ছিআমিল স্বপ্ন,
মনের অজান্তেই তা হল ভঙ্গ।
আমি চেয়েছিলাম একটা ভাল চাকরী
কিন্তু তা ছিল যে স্বপ্ন,
দুর্নীতি আর কালো থাবায় তা হল ভঙ্গ।
আমি চেয়েছিলাম সব মানুষের দুঃখ হবে দূর
কিন্তু তা যে নিছকই স্বপ্ন,
ধনী - গরীবের বিভেদ আজ মনকে করে ভঙ্গ।
আমি শুনেছিলাম
প্রতিভা থাকলে নাকি সম্মান পাওয়া যায়,
কিন্তু আমাদের এই দেশে কি আদহ তা হয়?