একুশ আসে ফাগুন মাসে,
ভাষার আন্দোলন জাগে প্রতিটি প্রানে।
একুশ আসে নবীন প্রানে, বাহুতে নবীন বল,
রাষ্ট্রভাষা বাংলা চাই, সবাই প্রানের কথা বল।
একুশ আসে রাজপথে সাল উনিশ্বো বায়ান্ন,
রাষ্ট্রভাষার আন্দোলনে এবার হবে না নবান্ন।
একুশ আসে বসন্তে,
ফোটে ফুলের কুড়ি, শিমুল কাগুজে ফুল,
বেল, টগর আর চাপার গন্ধে মন করে আকুল,ব্যাকুল।
একুশের ঔ আন্দোলনে পুলিশ চালায় গুলি,
প্রান দেয় রফিক, সালাম, বরকত
রাস্তায় পড়ে থাকে কত শহীদের খুলি।
একুশ আমার অহংকার যত শহীদের বীরগাথা,
তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করি মোর কবিতাখানা।