উপকুলের আকাশে আজ মেঘের গর্জন -
       তারা নেই আকাশে গম্ভীর বাতাসে,
ঘন ঘন পড়ছে বাজ, তাই কি প্রকৃতির এমন সাজ?
       মেঘ করা আকাশে বিদ্যুৎ চমকায়,
        ক্ষনে ক্ষনে মনটা থরথর কম্পায়-
বিপদ বুঝি আসছে তেড়ে ঘুর্নিঝড়ের বেগে,
কত প্রান আজ পড়বে ঝড়ে বিদ্যুতের বেগে -
গাছপালা উপড়ে পড়ছে রাস্তায়,
গবাদি পশু, শস্য- ক্ষেত ডুবছে অতলে।
ঘন ঘন ঝড়ে মন আজ ভাল নেই,
নতুন দিনের আলোর আজ কোন দেখা নেই।
নদী-নালা, ধানক্ষেত ফুলে ফেপে উঠেছে,
ঝড়ের তান্ডবে দিনটাও ডুবেছে।