শত শহীদের আত্মত্যাগে পেলাম এই বাংলা ভাষা,
এই ভাষাকে রক্ষা করব এটাই আজ মোদের আশা।
বাংলা ভাষায় লিখি মোরা গল্প, কবিতা, গান,
আউল- বাউল সকলেরই জুড়ায় মনপ্রান।
বাংলা ভাষায় স্বপ্ন দেখবো, রাখবো ভাষার মান,
ভাষার জন্য শহীদ হল কত শত প্রান।
সুন্দর সেই সকালের স্বপ্ন দেখি বারবার,
ভাষা শহীদদের জন্য সালাম জানাই শতবার।