বাংলা আমার প্রানের ভাষা,
বাংলা আমার মায়ের ভাষা।
বাংলা আমার হ্রদয় রাঙ্গা,
নতুন দিনের ঝরা পাতা।
বাংলা নিয়ে ভাবনাগুলো সাজাই আকাশে
ভাবনাগুলো সত্যি হয়ে ছড়ায় বাতাসে।
চারদিকে সেই বানী বাংলা হবে রাষ্ট্রভাষা,
কৃষক-শ্রমিক,উচু-নিচু, কবিদের প্রানের ভাষা।
বাংলায় লেখি কবিতা, লেখি গল্প আর গান,
আউল- বাউল সকলের জুড়ায় মন- প্রান।
বিশ্বের যত ভাষা আছে, আছে যত গান
বাংলাই আজ শ্রেষ্ঠ মোর, বাংলাই মোর প্রান।