বাবা তুমি চলে গেলে বলে গেলে না,
আজ আর কেউ আমায় খোকা ডাকে না।
আজি এ জগৎ সাংসারে আমি বড়ই একা,
মা আছে পাশে শুধু তোমার নেই দেখা।
স্বপ্নেরই মাঝে যখন দেখি তোমাকে,
বুক ফাটা কষ্ট জুড়ে রাখে এই আমাকে।
ছোটবেলা যখন তুমি ঘুরতে নিতে আমাকে,
কতই রঙিন দিন ছিল, আজো ভোলায় আমাকে।
ঈদের নামাজ পড়তে গেলে দেখি না আজ তোমায়,
কোথায় গেলে তুমি আজ ফেলে এই আমায়।
দিন গেল, মাস গেল, কেটে গেল বহু বছর,
বাবা তুমি কোথায় আজ? পাই না তোমার খবর।