নখের আঁচড়ে  ছিড়ে গেছে
সভ্যতার কোমল হ্নদয়
আজ তার সমস্ত শরীরে
হিংস্র জানোয়ারের চিহ্ন।

মায়ানমার, ফিলিস্তিন ,  রামাল্লাহ
টনে টনে বোমা নিক্ষপ
আর্ত ক্ষুধাতুর শিশুর  চিতকারে
তোমাদের শান্তির মিশন অট্টহাসে
থামাও থামাও
তোমাদের উলঙ্গ সভ্যতা।  

অশ্লীল ভাবে বিতরণ কর
শালীনের গান, শান্তির বাণী
সাম্য, মুক্তি আর প্রগতির মতো
ভালো শব্দ যত  
অর্থ হারিয়ে ধর্ষিত আজ।