ভালো আছি, এইতোহ  আমি ভালো আছি বেশ,
তবু আজ ভালো নেই , ব্যথার নেই শেষ।

আকাশের বুকে মেঘ ছেপেছে শুভ্রতায়,
তবু আজ মাটি ভিজেছে ঘন বরষায়।

রোদের হাসি চোখে মেখে, পথ চলি আপন মনে,
তবু আমার অন্তরজুড়ে ঝড় ওঠে নির্জন কোণে।

ফুলেরা ফুটে, বাতাস গায়, সুর তোলে নদীর ধারা,
তবু আমার বুকের গহীনে দুঃখ শুধু গোপন সারা।

জানেনা কেউ, বোঝেনা কেউ, এ বুকের চাপা দীর্ঘশ্বাস,
ভালো থাকার অভিনয়ে গুমরে কাঁদে অগোচর বাস।

তাই বলি আজ, মেঘের নিচে রোদ লুকানোই রীতি,
বাহির দেখে সবাই জানে, ভেতর বোঝে ক’জনই কবি?