আমি সাহিত্যের বুকে শব্দের হাতুড়ি পেটাই,
ভাষার স্রোতে ঢেলে দিই দাবানলের ঠাই।
বুকে জমে থাকা দগদগে ক্ষত,
অক্ষরের ধারায় ফুটাই প্রতিবাদ।

আমি শব্দে গড়ি বিদ্রোহের দুর্গ,
ভেঙে ফেলি দাসখতার শিকল-শিকড়।
অক্ষরে জ্বলে বিদ্যুতের শিখা,
স্বপ্নের নগরী জাগে দীপ্ত দীক্ষা।

আমি সত্যের সৈনিক, বিপ্লবের তীর,
আমার কবিতায় জাগে বীরের নাচন।
ভয়কে মাড়িয়ে লিখি নব অধ্যায়,
আমার কবিতায় বাজে মহাকালের বাজ।

শব্দের ঝড় তুলি, দিগন্ত কাঁপাই,
নিঃশব্দতা, শোষণ সবকিছু নিভাই।
অন্ধকার চিরে জ্বালাই এক শিখা,
তোমার রক্তে জাগাই বিদ্রোহের দাহ।

আমি কলমের যুদ্ধ, আমি ভাষার ঝংকার,
আমার শব্দে ওঠে বজ্রের হুংকার।
আমি সাহিত্যের বুকে হাতুড়ি পেটাই,
আমার বাণী বিশ্বজুড়ে প্রলয়ের ডাক পাঠায়।