এতটুকু পৃথিবী, এতটুকু সময়,
তবুও আমরা ছুটি অদৃশ্য আশায়,
ভালোবাসার গভীরে জ্বলে আগুন,
বিদ্রোহে মিশে যায় নিঃশব্দ হাহাকার।
যতটুকু আলো, ততটুকু আঁধার,
যতটুকু প্রকৃতি, ততটুকু ঝড়,
আমাদের রক্তে জেগে থাকে আগুন,
আমাদের শিরায় বাজে বজ্রের স্বর।
সময় আমাদের কাছে এক দগ্ধ আয়না,
যেখানে প্রতিচ্ছবি কেবলই ক্ষয়ের,
তবুও আমরা সৃষ্টি করি নতুন ভোর,
তবুও বুক চিরে গেয়ে যাই জীবনের জয়গান।