ভবঘুরে
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
বাহ।।কবি ও একটি সুন্দর ছবি একে
দিলো।।।
কবিতার ছবি, ভাবনার ছবি।
আর আমি মুগ্ধ হয়ে ।
রয়ে গেলাম পথিক হয়ে
আমার মন ছুটে গেল তেপান্তরে।
হয়ে গেল এক ভবঘুরে।
কবিতার প্রেমে
আমার ভাষা গুলোকে আমি হাড়িয়েছি।
ভুলে গেছি মোর ঠিকানা।
এই আমি প্রিয়াকে না দেখে বাচিনা।
ভালবাসা মোরে ভিখারি করেছে।
প্রিয়াকে করেছে রাণী।
মন আমার হারালো তেপান্তরে।
সে কথা কি কেউ জানি?
আমি তো ভবঘুরে ।
ভবের লীলা সাঙ্গ করে।
এই আমাকে চিনলাম না ।
প্রিয়া তো মোর হলনা ।