ভালোবাসা বেচে থাকুক
=========
আমাদের ভালোবাসা বেচে থাকুক।
ভালোবাসা বেচে থাকুক ভাবনার সাথে।
ভালোবাসা বেচে থাকুক স্বপ্ন হয়ে।
আমাদের ভালোবাসা একটি গোলাপ হয়ে ফুটে উঠুক।
আর ছড়িয়ে যাক পবিত্র অনুভূতি।
ভালোবাসা বেচে থাকুক প্রেমিকার ঠোটে।
ভালোবাসা বেচে থাকুক গণতন্ত্রবাদী ভোটে।
ভালোবাসা তো পণ্য নয় কোন।
তবু কেনা বেচা হয় হরহামেশা।
তবু ভালোবাসা বেচে থাকুক।
শিশুদের কোমল অন্তরে ।
শিশুর মতোই স্নিগ্ধ হয়ে কোমল হয়ে।
ভালোবাসা বেচে থাকুক পিতার অন্তরে।
ভালোবাসা বেচে থাকুক মাতার স্নেহে।
ভালোবাসা আমাদের মানুষ হওয়ার সুযোগ দিয়েছে অনেক।
তাই ভালোবাসা বেচে থাকুক সবার মাঝে।
ভালোবাসা বেচে থাকুক প্রেমিকের বুকে।
ভালোবাসা বেচে থাকুক কলমের রক্তে।
ভালোবাসা বেচে থাকুক কবিদের মাঝে।
ভালোবাসা আবার জাগ্রত হয়ে উঠুক।
জাগ্রত শহীদের তাজা রক্তে ।
ভালোবাসা পাখিদের ডানায় ভেসে চলুক।
ভালোবাসা মনের কথা উচ্চস্বরে বলুক।
ভয় আছে যতো দূর করে দিয়ে,
ভালোবাসা জেগে উঠুক।
ভালোবাসা জেগে থাকুক প্রিয়ার আদরে।
ভালোবাসা জেগে থাকুক সকাল, সন্ধ্যা, রাত্রিরে।
ভালোবাসা হুতুম পেঁচার মতো জেগে থাকুক।
জেগে থাকুক আমাদের বাড়ির আঙ্গিনায়।
জেগে থাকুক আদরের কুকুর ছানাটার মতো।
পাহাড়া দিয়ে যাক আমাদের উঠুনে।
ভালোবাসা বেচে থাকুক,
প্রেমিকার কোমল স্পর্শে।
চুমুতে চুমুতে ভরিয়ে দিক চায়ের পেয়ালা।
স্নিগ্ধ হয়ে উঠুক আমাদের সকাল, সন্ধ্যা বেলা।
ভালোবাসা বেচে থাকুক।
আমাদের গ্রামের রাস্তার বাঁকে ।
পথ চলার সময় যেনো দেখে লোকে।
অবাক হয়ে যেনো দেখে,
চোখ যেনো উঠে যায় কপালে।
ভালোবাসা বেচে থাকুক।
তোমাদের বুকে, অতি সুখে।