ভালো থেকো
=======
আব্দুল্লাহ আল মামুন
বুঝে গেছি সব কিছু।
তবুও তোমার সামনে অবুঝ হওয়ার নাটক করেছি।
ভালো থেকো,
মানুষের সাথে,।
আমি অমানুষ,।
তাই আমার কথা মনে রেখো না।
জেনে গেছি তোমাদের কাছে,
আমার কোন মূল্য নেই।
তাই দূরে সরে গেছি।
আরো দূরে সরে যাবো।
তোমাদের কাছে অভিনেতা বহু দামি।
আমি তা হতে পারিনি।
আমার সে ক্ষমতা নেই।
তোমাদের কাছে ক্ষমতা অনেক প্রিয়।
সাথে কিছু সম্পদ হলে আরো মহামানব হয় সে।
আমার কিছু ছিলো না কোনকালে।
আমি মানুষ নই।
তাই আমার এসবে প্রয়োজন ছিলোনা।
আমিও একদিন মানুষ হবো।
তোমাদের মতো।
আমারো অনেক সম্পদ হবে।
না চাইলেও নিজের করে নেবো সব কিছু।
আর তোমাদের কাতারে নাম লেখাতে চলে আসবো।
দুনিয়ার এটাইতো নিয়ম।
আর আমিও সেই নিয়মের দাস।
হায় কি পরিহাস।
কি অদ্ভুত নিয়মে মনুষ্যত্ব পরিমাপ করা হয়।
ভদ্রতা তো অভিনয় মাত্র।
যে যতো বড় অভিনেতা,
সে ততো বড় ভদ্র।
আমি তাই মানুষ নই।
এখনো অমানুষ হয়ে আছি।
আমার পিতার দেয়া পরিচয়,
আমার সমাজ যেটা মনে মনে বলে।
আমি সেই বেকার অমানুষ।
পথে পথে কবিদের দলে লিখিয়েছি নাম।
মানুষ হতে হলে মনের হিসাবের আগে,
হিসাব মিলাতে হবে লোভের।
কতো আছে সম্পদ,
কতো আছে ক্ষমতা।
মন থাকে যাদের তারা আহাম্মক সব।
তারাই আমার মতো অমানুষ।
মানুষ তো তারা,
যাদের অনেক সম্পদ আছে।
চাকরি করে ব্যংকে,
নয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার,।
আমি তো অমানুষ।
অমানুষ শুধু মানুষ হতে চায়।
তবে আমার মনটা বাধা দেয়।
আটকে রাখে।
তাই আমি অমানুষ।