তোমার স্পর্শে আছি জেগে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -



আমি তোমার ঠোঁটে মধুর স্পর্শ খুঁজি।
প্রেম খুঁজি তোমার মায়াবী স্পর্শে।


আমি তোমার লালায়িত ঠোঁটের স্পর্শে,
জাগিয়ে তুলতে চাই বুকের যতো আছে প্রেম।
ভালোবাসা না হয় মিথ্যাচার হলো,
আর এই বস্তুবাদী দুনিয়াতে না হয় হেড়ে যাবে প্রেম।



আমি তোমার স্পর্শ নিবো পুরুষ হতে।
আমি তোমার স্পর্শে মানুষ হবো।
আবার এই পৃথিবীতে জাগিয়ে দিবো প্রেমের আন্দোলন।
আর ভালোবাসার মিছিলে বন্ধ হবে রাজপথ।
প্রেমিকের রক্তে ভিজে যাবে মাটি।
প্রেমে সিক্ত হয়ে পবিত্র হবে ভালোবাসার ঘাটি।



তোমার ঠোটে ফুটাবো লাল গোলাপ।
তুমি নাহয় শুনিয়ে যেয়ো নোংরা কিছু প্রলাপ।
তবু আমি তোমার স্পর্শে বারবার উঠবো জেগে।
তুমি বেচে থাকবে আমার আবেগে।




আমি কবি নই।
নই মানবাধিকার কর্মী।
আমি তোমার ধর্মেরগ্লানিতে পরিচয়হীন বিধর্মী।
আমি তোমার জন্য করিনি কিছুই।
আমার জন্য ভাবিনা কোন মহা পরিকল্পনা।
আমি নিয়ম মানিনা আইন জানিনা।
আমি তোমার নোংরা স্বাধীন কল্পনা।
যা তুমি কখনো বাস্তবে করবে না।



আমি প্রলয়কারী মহা বিদ্রোহ।
আমি মনের কথা শুনিনি কোন কালে।
জাতের তৃষ্ণা আমার নাই।
আমি এখনো চিনতে পারিনি আমায়।
তুমি চিনবে কি করে।




তোমরা অধিকার অধিকার করো।
আমি পরাধীন হয়ে বাচি।
আমি যা পাই তা ভোগ দখল করতে রাজি।
যা নাই এই দুনিয়াতে।
তাহা চাই না।




তোমরা বোকার মতো মরে হও খুশি।
স্বাধীনতা চেয়ে আপনারে দাও ফাসি।
আমি তো চাই যাহা আছে।
যাহা নাই,
তাহা নিয়ে কি করিবো।
ভালোবাসা দেহ, মন।
তাই আমি করি যতন।
আমার প্রাণ বাচে আপনার মতন।

আমি তারে করি যতন।।।



তোমার স্পর্শে আছি জেগে
আমার নির্মম সব আবেগে।
কোথায় মহাকাল উল্লাসিত হয়?
মানুষ কোথায় আছে জেগে?