প্রিয়া তোমাকে দেখেছি সেই বোশেখে
বোশেখের মেলাতে লাল শাড়িতে।
চুড়ির জন্য ছিলো তোমার বায়না ।
চুড়ি ছাড়া যে মাধূর্যই পূর্ণ হয়না
তোমার আমার চোখে দেখা দেখি।
ভেবেছি সেইদিন আমি দেখছি একি?
একটি লাল ফিতে তোমার চাই চুলে
তুমি কি চুলকে খুলে দিয়েছ ভুলে?
নাকি স্বাধীনতা দিয়েছ তাকে মনের খেয়ালে।
তোমার হাসিতে ছিলো কত মায়া।
সব কিছুতেই শান্তির ছায়া ।
তুমি বন্ধু হলে ,
অধম কবি হল বেহায়া ।
তোমার সিঁথিতে আজ লাল সিঁদুর।
মুখ কত সুন্দর লাগছে নব বধূর ।
শুধু আমি দূরে রয়েছি দাঁড়িয়ে।
এ জীবনের পথে প্রান্তরে।