তোমার প্রেম
♦♦♦♦♣
মোঃ আব্দুল্লাহ আল মামুন
তোমার চোখে তাকিয়ে ছিলাম অনেক দিন।
সেখানে আমি প্রেম দেখেছি।
নগ্ন চোখে লাজ দেখিনি।
দেখেছি নর্তকীর প্রেম।
আর ভালোবাসা আমাকে শিখিয়েছে পরকিয়া।
নগ্ন হাত গভীর চুম্বনে পেলো শান্তি।
আমি খুঁজিনি সেখানে ভ্রান্তি।
আমি সেখানে নিখাদ প্রেম দেখেছি।
তোমার মনের ছোয়া পেয়েছি।
আর প্রেমে পেয়েছি মানবীর ছোয়া।
তোমার প্রেম যে গভীর সুখের প্রান্ত।
সে প্রান্তে যায়নি কোন পথিক।
তাহারা বার বার খুঁজে মরেছে,
আর ছুটে চলেছে সেই মরুপথে।
অচেনা বন্দরে নাবিক হয়ে।
সেই মেসোপটেমীয় যোদ্ধা।
আর সিন্ধু তীরের রাখাল যুবক।
তোমার প্রেম খোঁজেছে বহুবার।
পায়নি সে প্রেমের দিশা।
আর পথে পথে সে হাড়ায়াছে আপনারে।
খুঁজিতে খুঁজিতে মরেছে অচেনা বন্দরে।
তোমার প্রেম।
খোঁজে পায়নি সেই পারস্য সম্রাট।
খোঁজে পায়নি কোন মহালাট।
না পেয়েছে রোমান কবিগন।
না মহামান্য কোন মহাজন।
তোমার প্রেম।
পেয়েছে কাব্যপ্রেমি,
প্রেমিক হয়েছে সে।
প্রেমেই সে জীবন পেয়েছে।
অন্য সুখ নাহি খুঁজেছে।
তারপর আমিও খুঁজেছি সেই প্রেম।
তোমার ভালোবাসা মাখা স্পর্শে।
আর তোমার কথার কাব্যরসে।
তোমার প্রেম খুঁজেছি।
তোমার স্নিগ্ধ অনুভূতিতে।
তোমার লাবণ্য স্পর্শে।
আর মিষ্টি কথার ছন্দে।
আর আমি পেয়েছি তোমাকে।
তোমার সেই তৃষ্ণার্ত প্রেমে।