তোমার চোখের আবেগ
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


আমার চোখে তোমার সৌন্দর্য ভরা
আমার হৃদয় তোমার চিন্তায় পূর্ণ
আমি তোমার বন্ধুত্ব পেতে উচ্চাভিলাষী
তোমার জন্য শুধুমাত্র, আমি শ্বাস নেই

আমি কিভাবে এই সব বলতে পারি তোমাকে?
যেমন নীরবতার ভাষা আমি জানি
আমি কি করে বন্ধ করবো আবেগ।

তোমার চোখের দৃষ্টি ,
যা এই সব কথা .শব্দগুলো চুরি করে।
যা আমার মনে জমা ছিলো।
আমার হৃদয়কে কি করে রক্ষা করবো।
সে তো তোমার ভাবনাতে ডুবে আছে।
তোমার ছবি আঁকে সব সময় ।

আমি তোমার ভালবাসাময় চিন্তার সাথে
একা একা কি করে বেচে থাকি ।
এটাই তোমার জানা হলনা ।
আমার এই ঠোট শুধু তোমার কথা বলে।
এই ঠোটে তোমার স্পর্শ লেগে আছে।
তাই বার বার তোমার কথা বলে।