তোমার বিষাক্ত চুম্বন
===============
তোমার বিষাক্ত  চুম্বন ।
এই জীবনে অভিশাপ হবে কেন?

আমরা তো রোজ ই তা গ্রহন করি।
আমাদের এন্টিবডি এখন খুব শক্তিধর।  
এন্টিজেন  তোমার বিষকে করেছে তরল।


আমার কাছে সবই ভালোবাসা,  
আর প্রেমের মতো  ঠোটে লেগে আছে বিষাক্ত মাদক।


আমরা কত ধোকা খাই,
ধোকার রাজ্যে কল্পনা সাজাই।
গণতন্ত্র নামের মহান  মরীচিকা আমাদের পথ দেখায়।
স্বাধীনতা এনে দেয় গাধাকে দেখিয়ে মুলা।


আমিও সেই মানবাধিকার করেছি ভোগ।
আমার দেশে আজো মানুষ শান্তি খোঁজে।
প্রিয়া তুমি কি  শান্তি  খুঁজে পেতে চাওনা?

আমি তো শুধু তোমার মাঝে হাড়াতে চাই।
আমার লক্ষ বছর যে পেরিয়ে গেলো।
তোমার চুম্বনের  স্বাদ নিতে নিতে।

আমি কবে ঘুম থেকে জাগবো?
কবে আমার দেশে সমাজতন্ত্র  ভুত তাড়াবে?
কবে মানুষ সাম্যবাদী হয়ে , জন্ম নিবে নতুন করে?


কবে তোমার ঠোটে জন্ম নিবে হাজার গোলাপের  বৃক্ষ?
কবে আমি আবার তোমার সমুদ্রে সাতার কাটবো?
কবে তুমি ভালোবেসে  কাছে টানবে?