তোমাকে নিয়ে লেখা কবিতা
- আব্দুল্লাহ্ আল মামুন
তোমার নাম নিয়ে ,
শব্দগুলো একসাথে হল ,
সুন্দর একটা কবিতা লেখা হল ।
কত মধু এসে একাকার হল সেখানে।
আমাকে কবি করেই ছারলো তোমার প্রেম।
তোমাকে নিয়ে লেখা কবিতা ।
কত ভাষা প্রকাশ করলো এখানে ।
এই মনের ভিতরে।
বুকের বাম পাশে ,
মস্তিস্কের এই ভাবনার অংশে।
কত আবেগ জমা হয়ে আছে ,
বলার মত অনেক মানুষ আছে।
অনকের কাছেই বলতে পারি ইচ্ছা করলেই।
তবে শুনবার মত কান তাদের নেই।
নেই আবেগ গুলোকে বুঝবার মত মন।
নেই এমন মানুষ তোমার মত।
যার কাছে বলার সুযোগ থাকবে ।
মনের কবিতা গুলো .
কবিতার মত করে, ছন্দ আকারে।
তুমি যে কবিতা করেছ সৃষ্টি ,
হে আমার প্রিয়া ,
যে ছন্দ সব সুখ দুঃখকে ভুলিয়েছে।
মানস রূপী দেবী ছন্দে সুরভি ।
কে হবে তোমার মত মায়াবী?
সেই স্বপ্নে বিভোর রাখাল কবি।
তার মনে তোমার কবিতার ছবি ।
বার বার ছন্দের খেলা করে।
বার বার অজানাতে মরে ।
আবার নেয় জন্ম ,সেই নতুন কবিতা হয়ে
জন্ম নেয় নতুন যৌবন নিয়ে।
তোমাকে নিয়ে একটা কবিতা লেখেছি ।
তোমাকে কবিতার মত করেই দেখেছি।
বার বার দেখেছি সুরভি।
ছন্দে ,আবৃতিতে , বজ্রকথনে।
বার বার তোমার রূপ দেখেছি।
কাব্যময় এই জীবনে,,
বাংলার প্রতিটা কবির আগমনে,
যে কবি এই পথে রোজ হেটে যায়।
একটি কবিতার বহর নিয়ে ।
কাধে ঝুলানো কবিতার খাতা বহনকারী থলে।
মুখে মিষ্টি হাসি ,
আমি তার মিতালি শব্দে লিখেছি কবিতা ।
তার অন্তর হতে বের হয়ে আসা শব্দ দিয়ে ।
তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি সুরভি।
একটা ভালবাসার কবিতা।
সেই মৃগ হরিণীর চোখের তৃষ্ণা হতে শব্দ ধার করে।
সাইবেরিয়ার মায়াবিনী প্রেমিকার চোখের কবিতা হতে
এনেছি প্রেমময় ছন্দ ,
আর রাখালের বুক হতে এনেছি প্রেম।
তোমার নামে লিখেছি কবিতা ।
যে কবিতা মায়াবী সাগরে ঢেউ খেলে।
সাহসী নাবিকের জাহাজের গতির সাথে।
তার অন্তরে খেলা করে সে কবিতা।
তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি প্রিয়া।
বলেছি মনের সব কথা কবিতাতে।
যে শব্দগুলো আঁকা ছিল---
মিশরের বুকে শুয়ে থাকা কবির বুকে।
যে কবিতারা ইতিহাস গড়েছে বার বার।
মেসোপটেমীয়ার রাস্তাতে হেটেছে হাজার বার
গ্রীক কবিদের বুকে যে কবিতা ঘুমিয়ে ছিল।
আমি সে কবিতার শব্দ করেছি চুরি।
কবির অনুমতি না নিয়েই।
তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি সুরভি
তোমার নাম লিখে দিয়েছি সেই সব কবিতার বুকে।
একটি কবিতা লিখেছি।
ফরাসির রসবোধ এনেছি কবিতার প্রাণে।
পারস্য হতে একটা কবিতার বাক্য।
পথ ভুল করে চলে এসেছে,
সদস্য হয়ে গেছে তোমার নামের কবিতার।
তোমার রূপ তাকে করেছে মুগ্ধ
সে এখন তোমার নামে গড়বে স্মৃতিস্তম্ভ
কবিতার কাব্য রসে আপন রক্তে।