জানো তোমাকে বহুদিন খুঁজেছি।
বহুদিন বহুকাল এই পথে,
বহু দেশে খুঁজেছি, অনেক মানুষের মাঝে খুঁজেছি।
খুঁজেছি বহু কবির মাঝে।
বহু কবিতার ভাষায়, কথায়।
বহু উপন্যাসের পাতায়, মানুষের ভাষায়।
খুঁজেছি আমি এই বাংলায়, ।
তোমারে খুঁজিতে গিয়েছি ট্রামে,
কখনো বা উঠে বসেছিলাম বাসে,
শহরের লম্বা যানজটে যখন থেমেছে গাড়ি।
তখনো তোমাকে খুঁজেছি আমি।
এইতো সেদিন, ট্রেনের বগিতে বসে।
তোমার কথা লিখেছিলাম কবিতার ডাইরিতে।
তারপর খুঁজে দেখেছি জীবনের পাতায় পাতায়।
আর ঘুরেফিরে চলে গিয়েছি সেই রাখালের দেশে।
সিরিয়া হতে মিশরে, মরুভূমির দেশে।
সেখানেও খুঁজেছি তোমারে।
দেখেছি চীনের প্রাচীরে, দেখেছি হিমালয়ে
দেখেছি কবিদের কলমে, আর মাতালের মদে।
আমার কলমের সাথে করেছি যুদ্ধ।
আর মনের সাথে করেছি বহুবার বিতর্ক।
তবু তোমাকে খুঁজেছি।
প্রেম ছিলো মনে।
মন হয়েছে প্রেমিক,
তাই তোমাকে খুঁজেছি।
চারদিকে যখন এতো সমালোচনা।
সব কথার ভিড়ে আমি তোমাকে খুঁজেছি।
প্রেমিক হতে চেয়েছি তোমার মনের।
তাই তোমাকে খুঁজেছি পৃথিবীর পথে প্রান্তরে।