তোমাকে দেখেছি
মোঃআব্দুল্লাহ্ আল মামুন
তোমাকে দেখেছি পথের ধারে।
খোলা চুলে অপরুপ তোমার মুগ্ধতা
তোমাকে দেখেছি কলেজের বারান্দায়
শহস্র শতাব্দির অসীম মুগ্ধতায়।
তোমাকে দেখেছি '
শিল্পির তুলিতে তুমি কত সুন্দর ।
কবির কবিতার মত মুগ্ধকর।।
তোমাকে দেখেছি দেবী রুপে ।
আলোকিত মন্দিরের প্রদিপে ।
দেখেছি তোমায় স্নীগ্ধ সন্ধ্যায় "
আমার ভালবাসার বারান্দায়।
দেখেছি তোমায় ভাবনার আঙ্গিনায়।
দেখেছি হিজলের ছায়ায়
এ বসুধার ছায়ায় '
যুবক পথিকের পথের তৃষ্ণায় ।
মরু প্রান্তরে একফালি ছায়ায়।
তোমাকে দেখেছি আমার স্বপ্নে '
দূর থেকে দেখেছি মুগ্ধ হয়ে ।
কাছে তোমার দেখেছি হতাসা'
কালো মেঘে মিশ্রিত ঘন কোয়াশা।
চারদিকে মৃত সব পাওয়ার আশাঁ।
তবু তোমাকে দেখেছি '
শান্তি পেয়েছি মনে;
যে শান্তি পায় নাবিকের দল।
সরাব পানরত যুবাদের দল।
সেই সুখ পেয়েছি আমি
তোমার চোখের চাহনিতে।
তোমার ঠোটের স্নীগ্ধতায়।
তোমার রুপের মাধুর্যতায়।