~~~~~~~~~~~
কবি শেখ আকাশ মাহমুদ
_____________
স্পর্শ করো না নারী।
কাছে এসো না তুমি মেয়ে।
কখনো এসো না তুমি।
সইতে পারবে কি ?
এই আমার চিন্তার ভার।
গভীরে থাকতে পারবে কি?
পারবে না থাকতে


পুরে ছাই হয়ে যাবে।
খাক হয়ে যাবে তোমার ভাবনারা ।
তুমিও পালাবে একদিন।
এখন যেমন দূরে আছো ।
তার চাইতেও দূরে ছিটকে পরবে।


বিগ ব্যাং এর ঝড়ে ।
মহাকাশে যেমন ছিটকে পরে।
অসংখ্য ছোট ছোট গ্রহাণু।
তোমার অবস্থাও তাই হবে।



এতদিন কোথায় ছিলে?
কি করছিলে তা কি বলতে হবে?
সবাইকে বলতে হবে?
ছি!এমন করে ভাব নিও না



স্পর্শ করো না
তুমি তোমার সাথেই থাকো।
তোমাকে নিয়ে বাঁচো।
এক পাহাড় স্বাধীনতা নিয়ে।


তোমার স্পর্শ কি বড্ড দরকার?
আমাকে কি আসলেই দরকার?
কোন চাহিদার ইঙ্গিত হয়নি আকাশে।
তোমার আকাশ বড্ড মেঘলা।
মেঘলা আকাশে স্বপ্নরা একলা।
বড্ড একলা তারা ।


তুমি কি তাদের খোঁজ নিয়েছ কোনদিন
চেষ্টা করেছ খোঁজ নেবার?
তোমার চেষ্টা গুলো বড্ড কৃপণ।


তাই বলছি স্পর্শ করো না
স্বপ্নেও এসো না ।
বাস্তবে থেকো একশ গজ দূরে।


কাছে এসে লাভ কি?
লাভ ক্ষতির অংক আমি করি না
আমি হিসাব রক্ষক নই।


তোমার কাছে কিছু চাইনা।
কিছু চাইছি ভেবো না।
এটাকে অভিমানের কবিতা ভেবোনা
ভেবো না আমি পাগল
ভাবলেও ক্ষতি নাই।


তোমার ভাবনারা আমার কে?
সে কি আমাকে খাওয়ায় না বাঁচায়?
তুমি যা ইচ্ছা ভাবতে পারো।
সে স্বাধীনতা গণতন্ত্র তোমাকে দিয়েছে

আমিও দিলাম।
তাতে আমার কিছু আসবে-যাবেনা


আমি অভিমানী নই।
মিথ্যা কল্পনাতে বাঁচি না।
আমার বুকের বাম পাশে কেও নাই
তুমিও নেই সেখানে।
সেখানে রক্তবিশুদ্ধকরন একটা যন্ত্র আছে।
মানুষ থাকে না।


স্পর্শ করো না নারী।
নীল রংয়ের তোমার সুন্দর শারী
তাতে আমার কি?
আমি কি করব?
মেঘ ভাসিয়ে দিবো?
আমি মেঘের রাজা নই।
তুমি জানো না?
তুমি জানো না ?
আমি স্বার্থপর যুবক।


আমি আকাশ নই
মেঘের রাজ্য আমার না


মিথ্যা গল্প আমি করিনা ।
তাই তোমার মন বুঝিনা।
তোমাকেও বুঝতে চাই না।


স্পর্শ চাই না তোমার ।।