আমি কবি হতে আসিনি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
আমি কবি হতে আসিনি ,
তুমি কবিতা হলে ,
কবিতা লেখার ভাষা দিলে,
একগুচ্ছ শব্দ দিলে,
শব্দরা ভির করল এই চারাপাশে।
ভুল করেছি শুধু ধরতে।
আমি বোকার মত কিছু বলতে না পারি ।
না পারি তোমাকে আপন করতে।
শুধু অভিনয় করে দিন পার করলাম।
তুমি সেই অভিনয়টাও ধরে ফেললে।
আমি জানি না ।
কিভাবে কি লেখা যায়।
কিভাবে শব্দের মালা গাথে কবিরা ।
তুমি শিখিয়ে দিলে।
আমি গ্রহন করলাম ফকিরের মত।
কিছু বলার ভাষাও নেই এই মনে।
আমি কবি হতে আসিনি।
জানো তো আমি কবি নই।
তুমি কবিতার সকল ভাষার ছন্দ।
আমি ছন্দপতনের মহা আলোরণ।
এই পৃথিবীতে করেছি বিশাল আয়োজন।
সব গেল বৃথা ।
তুমিই কবি ।
প্রিয়া তোমার কবিতায় ঠাই দাও মোরে।
প্রেমে পাগল হতে না পারি।
ডুব দেয়ার যোগ্যতা না থাক।
সাতার তো কাটতে পারবো।
তোমার প্রেম দরিয়াতে।
তুমি কবি ,
প্রেম কর দান ।
তোমার কবিতারা মহান।
যে মহান কবিতা কবিদের দিয়েছে সম্মান,
কবিদের কলমে ভাষা করেছে দান।
যেমন স্বপ্ন দেখিয়েছো ।
ভাষা দিয়েছো কবিতার মাঝে।
তেমনি এই আমাকে সুর দাও।
প্রেমের সুর,কথার সুর ,দিগন্তের সুর।
এই আমি কিছু নই।
কবিতো হতে আসিনি।
কবিতা লেখার ক্ষমতা নেই আমার।
তুমিই সব করিলে আয়োজন।
এই কবিতার আলোরণ ।
এই মনের জাগরণ।
আমি তো শুধু দেখেছি।
মরুভূমির পথিক বালকের মত করে।
সাইবেরিয়ার সাদা বকদের ভিরে।
এই বাংলার কৃষকের কুড়ে ঘরে।
দাড়িয়ে থেকেছি একা।
কিছুই বলতে চাইনি।
কি বলব ?ভাষা নেই কবিতার।
তুমি দাও ,
এই আমাকে একটি কবিতা দাও।
আমি কবি হতে আসিনি।
আমি কবি নই।