ব্যক্তিত্ব "
ব্যক্তি স্বাধীনতা
"ব্যক্তির মতবাদ।
উগ্র ব্যাক্তি স্বাধীনতার উথ্বান
অনেক কিছুর সংজ্ঞাই পরিবর্তন করেছে।।
তোমার ব্যক্তিত্ব আর পছন্দ, অপছন্দ গুলো আমার ভাল লাগলে "
""বা আমার গুলো তোমার।
তবেই ভালবাসা হয়।
সত্যিকারের ভালবাসা হয়।।
মনের মিল 'কাজের মিলন
" পছন্দের মিলন হলে ।
যদি না ই হল মিলন তবে
সেটাকে ভালবাসা বলব কি করে?
সেটা তো চুক্তি বদ্ধজীবন।
চুক্তি করে জমি বিক্রয় হয়,
ব্যাবসা করা হয়।
ভালবাসা হয় না ।
আর অন্যথায় যা হয় ,
তা কোন লোভ " বা মোহের টানে,
হয়তো কিছু সময়ের জন্য বাধে ""
তা টেকসই হয় না।।
যা হয় তা যন্ত্রনা ।
যেমন কয়লার খনিতে,
মানুষের বসবাস উপযোগি নয়।।
তবু মানুষ হীরার লোভে সেখানে যায়।।
হীরা মিলতেই চলে আসে।।
কারন তার সেখানকার কোন কিছুই পছন্দ নয়।
সে সেখানে শুধু লোভের তারনায় ছুটে গিয়েছিল।।
লোভ মানুষকে ,
মানুষের মনকে,
কিছু সময়ের জন্য মোহিত করে ঠিকই।
তবে দ্বীর্ঘ সময়ে তা আর থাকে না।।
একদিন লোভের প্রাচুর্য শেষ হবে।
লোভী সেখান থেকে সরে দারাবে।
সেখানেই যাবে।
যেখানে কিছু পাবে
লোভ হয়তো কিছু সময় অন্ধ করে রাখবে।
(নারীর লোভ "অর্থ লোভ, ইজ্জত সম্মানের লোভ))
কিন্তু
একদিন নিজেই সরে যাবে ""
যখন সব শেষ হবে ,
সে লোভী,
ব্যক্তি স্বাধীনতা তার কাছে বড়।
স্বেচ্ছাচারি মানব।
তখন ------
-পড়ে থাকবে তুমি একা।।
তখন হয়তো বা স্বাধীনতা পাবে।
একক স্বাধীনতা ,
তবে দুঃখটা ভুলবে কি করে,
পরাজিত হবার দুঃখ,
প্রতারিত হবার দুঃখ।
তুমিও যা চেয়েছ ,
আমরা যা চাই,
সে যা চেয়েছে,
সেটা স্বাধীনতা নয় স্বেচ্ছাচারিতা।
উগ্র ব্যক্তি স্বাধীনতা ,
যা মন চায় তা করার স্বাধীনতা ,
তা দেখার ,দেখানোর,
তাই সে তোমার সাথেও সেই আচরণ করেছে
সে যা চায়।
তোমার দেহ ভোগ করে।
আবার সরে গেল।
নিজের স্বাধীনতার খোঁজে।
এটা কে কি স্বাধীনতা বলে?
আমরা যা করছি,
আমি যা করছি ,
তোমরা যা করছ,
তুমি যা করছ,
সেটা কি ?
কিসের নেশাতেশ ডুবে আছো ?
কি খুঁজতে পাগল হলে?
শুধু ব্যক্তির চাহিদা ?
নিজের চাওয়া করতে পূরণ
অপরের মন ভাঙছ,
তোমাকেও দুঃখ দিচ্ছে অন্যকেউ।
এমন ব্যক্তি স্বাধীনতা সুখের কি?
আবার উগ্র ব্যাক্তি স্বাধীনতাও কিন্তু ভাল নয়।।
এখনো বুঝলে না তোমরা,
আর কখন বুঝবে?
যা দিনে দিনে আমাদের
মাঝে বৃদ্ধি পাচ্ছে।।
উগ্র ব্যক্তি স্বাধীনতার যে ভুত
আমাদের মাথায় চেপে বসেছে।
তা নষ্ট করছে আমাদের ভবিষ্যত,
আর বাস্তবিক জীবন।।
এই ভুত তারানো একান্ত ই দরকার।
না হলে আগামীতে সকল ঐক্যই বিনষ্ট হবে।।
নারী পুরুষের ঐক্য ,
সামাজিক ঐক্য ,
নষ্ট হবে তোমার সংসার ,
তোমার পবিত্র প্রেম।
তোমার আশার ভালবাসা।
প্রায় ৮শত কোটি জনগন।।
আটশ কোটি থিউরি বই।।
যেন একেক জন এক একটি করে বিজ্ঞান ময় গ্রন্থ
।কেও কারো থিওরি পড়তে রাজি নয়।।
সবাই নিজেকে নিয়ে ব্যাস্ত।।
কেউ অপর ভাইকে মানতেও রাজি নয়।
জানতেও রাজি ছিল না কোনদিন।
যা করে সব মিথ্যা অভিনয়।
তখন মন বলে।
এমন দিনে ভালবাসা তোরে খুঁজি।
ভাঙ্গা হারিকেন জ্বালিয়ে খুঁজি।