এইখানে কি খোঁজ তুমি ?
এই বাম পাশে?
বুকের এই পাশে কেন?
বার বার কি দেখতে চাও?
নষ্ট পুরা কষ্ট ?
না পাওয়ার বেদনা ?
কেন চলে গেলে ?
আজ কেন ফিরে এসে
বার বার কষ্ট দিচ্ছো,
তোমার বুকের নষ্ট আবেগ ,
না উপহাস এক প্রেমিকের প্রতি ।
কি রূপ তোমার প্রেমের?
কেন বার বার এমন করছো?
ও বুকে কিছু পাবে না ।
একটা মস্ত বড় চেতনার আবেগ।
ভর করেছে আমার মাথায়।
তুমি সেখান থেকে চলে গেছো দূরে।
এখন কেন এলে?
তোমার চিন্তা গুলো ,
আমাকে নিয়ে খেলা করতে চায়।
আর আমি চাই মুক্তি ।
কখন আমায় মুক্তি দিবে?
মুক্তি চাই।
ভালবাসতেই যদি চাও।
করুনা করোনা ।
করতে যেওনা বার বার অবহেলা।
পথের সাথি হয়ে থাকো।
মনের সাথি হয়ে থাকো।
মনের প্রভু তুমি নও।
বন্ধু হয়ে পাশে থাকো।
করুনার পাত্র ভাবলে ভুল করবে