তোমার মুখ
সঙ্গীতের একটি শান্ত টুকরা
সুরের একটা শান্ত অনুভূতি ।

বায়ু যেমন অনুচ্চারিত
তবুও আমি তা শুনতে পারি ।
স্পর্শের মাঝে সুখ খুঁজে পাই।


তোমার সুর ।
যতক্ষন না শুনতে পাই ।
আমার মন পুর্ণতা খোঁজে পায় না।


এবং আমি অনুসরণ করি, হৃদয় দ্বারা
দেখিতে তোমার মুখ
আরও একা একা শুনতে তোমার সুর।
এই সুরটি যেন আরো নিরব ।
আরো শান্ত ।
যা উপভোগ করতে চায় মন একা একা