তুমি বলেছিলে
তুমি বৃষ্টি ভালবাসো।
অথচ তুমি ছাতা খোলে ফেললে?
যখন বৃষ্টি এলো।
তুমি বলেছিলে।
তুমি সূর্য ভালবাসো।
অথচ তুমি ছায়া খোঁজে নিলে।
যখন সূর্য আলো দিচ্ছিল।
তুমি বলেছিলে ,
তুমি বাতাস ভালবাসো,
অথচ তুমি জানালা বন্ধ করে দিলে?
যখন বাতাস প্রবাহিত হচ্ছিল।
এই কারনে আমি ভয় পাই।
তুমি বলছো যে তুমিও আমাকে ভালোবাসো