সেই সন্ধ্যায় ,
ছিল বৃষ্টি চারদিকে,
প্রকৃতির দেবতারা সব শান্ত ছিল ।
অপ্রাকৃত সেই শান্তি ,মগ্নতা
চারদিকে যেনো শান্তি ছড়াচ্ছিল।
আমি দাঁড়িয়েছিলাম সে গাছের নিচে।
একা একা উপভোগ করছিলাম বৃষ্টির প্রেম
কি মুগ্ধতা ছিল সেই প্রেমে।
যেন রূপের রাণী ক্লিউপেট্রার ছোয়া লাগছে প্রানে।
যেনো স্বর্গের মুগ্ধতায় হাড়িয়েছিলাম
তখন তুমি এসে দাড়ালে পাশে।
তোমাকে দেখে মুগ্ধ হল প্রকৃতি।
মুগ্ধ হল এই মন।
তোমার শাড়ির আচল ,
রং ছিল তার নীল ।
যেনো তুমিই সেই অমাবস্যার রাণী
তোমাকে দেখতেই পৃথিবীর এই আয়োজন।
তোমার ঠোটে একফোটা বৃষ্টির জল।
ঝড়ে পরেছিলো ভেজা চুল হতে।
মুক্তর মত অপরুপ সেই ফোটার ঝলকানি
তোমার স্নিগ্ধতা যেনো ,
মোহিত করেছিলো এই আবেগকে।
সেই মুগ্ধতা "
হাজার বছর ফিকির করেও পায়নি কোন কবি।
কোন শিল্পী দেখেনি সেই রূপ।
কোন জাদুকর কল্পনা করতে পারেনি ।
তোমার ভেজা আচল।
তোমার সেই স্নিন্ধ ভেজা ঠোট।
প্রকৃতিকে দিল কোন সুর ?
কে জানে কোন সে বাণী।
শিখেছিল তারা।
এই সন্ধ্যায় ,
তুমি তো ছিলে ।
বৃষ্টিকে মুগ্ধতা দিলে।
ছুয়ে গেল সেই জল।
তোমার পবিত্র সেই মোহে।
তোমার স্নিগ্ধ স্পর্শে।