তোমার গায়ে ঝড়ে পড়ুক শিশিরের বসন্ত,
চীর যৌবন ভরা বসন্ত।
এক দিন নয় ।
বার বার আসুক প্রিয়া।


তোমার ঠোটে লাগুগ বসন্ত ।
যুবতি কণ্যা হও চীর অনন্ত,
আমি তোমাকে দেখে মরি চীর অনন্ত!!!!


আমার কি বলার আছে ?
আমি তোমার কে,?


বসন্ত নাকি এসে গেছে?

তুমি তো জানোই ।
তোমাকে দেখেই জানলাম আমি।
তুমি যে চীর বসন্ত আমার।

জন্ম জন্মান্তরের প্রেম।




তোমার মাঝেই লুকিয়ে আছে,
চীর বসন্ত আমার ।
যে বসন্ত খোঁজে পায় কবিদের দল।


যে বসন্ত "
কবিতাকে করে কাব্যময়।



যে বসন্ত কবিতাকে করে প্রাণবন্ত,
তুমি সেই বসন্ত হও , অনন্ত।