সমীকরণের হয়েছে ভুল ।
মিলছে না জাবেদা।
চুড়ান্ত হিসাবটা গরমিল হল ।
সব কিছুই কি ভুল হল?
এখন জীবনের হিসাবের খাতা
রয়েছে সংরক্ষণ করতে বাকি
সব তো হবে না ফাঁকি।
সময় আর সঠিক হিসাব।
মিলিয়ে দিবে চুড়ান্ত।
এখনো খতিয়ানে আছে কিছু হিসাব ভ্রান্ত।
ডেবিট আর ক্রেডিট
এখনো বিয়োগান্ত যোগে চোখ পরেনি।
সেটাই তো হিসেবের গর মিল।
হিসাব সঠিক করার ।
এখনো আছে সুযোগ।
এখনো জের টানিনি।