লোকে বলে,
সত্যটা সুন্দর নয়।

শুনতেও সুন্দর নয়,
বলতেও মার্জিত নয়।
করতেও ললিত নয়।


কেন নয় ?
প্রশ্নটা করতেই বিপদ হয়।
বিপদ টা তো সভ্যরাই আনবে।




সব সুন্দর সত্য নয়।
কিছু সেখানে মিথ্যাও হয়।
মিথ্যার মোরক তাকে করে চকচকে ।


কথা তো হবেই।
সত্যতাও থাকবে।
যাচাই করে দেখবে।

চিলের পিছনে কেন ছুটবে?
কান দেখো ,
আছে কি নেই।
মাথার পাশে।



সত্যটা অনেকে মেনে নেয় মনে মনে,
প্রকাশ করে না ভদ্রতার গুণে।
কিছু কথা থাকে,
ফাঁকা বাকা সামাজিকতার ফাঁকে।


মনে মনে জানি।
প্রকাশ্যে না মানি।
সত্যটাকে সত্য মানলে,
হয়ে যায় সম্মান হানি।


মানির মান থাকে না।
থাকে না মিথ্যার মার্জিত মোরক।


সত্যটা মানতে বললে,
বিপদটা মূর্খরা আনে না।
বিপদ হয় সভ্যতার মুখোশে ঢাকা সভ্যরা।
সত্যকে সত্য বলে গ্রহনে,
তাদের আছে বাধা।
কারন তাদের চোখে মাখানো মিথ্যার ধাঁধা।


সত্যকে সত্য বললে,
তাদের ভদ্রতার মুখোশ যাবে খুলে।


এটাই চরম সত্য।
এটাই প্রকৃতি।