নষ্ট প্রেমের কষ্ট গুলো ।
তোমাকে দিবো না ।
দিবো না তার ছোয়া লাগতে।
যে কষ্টে কবির কবিতাও ব্যাথিত।
তুমি কি নাম দিবে তার
জানি না আমি ।
জানি সেটা পাগলামী
নয়তো কোন লোভের মায়া।
কান্না হাসির মায়া ।
ছিল কি মিলনের লোভ?
ছিল কি কবির মনে?
অন্য কোন পিপাসা।
তোমাতে একাকার বিলিন নিরবতা
পাপ আর নষ্ট কোন লোভ
লোভের সাথে যে প্রেমের বসবাস।
চারদিকে রং দিয়ে সাজানো
সত্য করে দেখানোর অপচেষ্টা।
মিথ্যার মুখোশ আর পাপের কদাচিৎ আশা।
লালন করে কি বুকে?
সে তো প্রেম নয় ।