মেঘ কুমারী '
মেঘের কণ্যা'
তুমি কি মায়া ছড়ালে
তা দেখে যুবাদের দল ছুটছে '।
দেখছে রহস্য তোমার '
খোঁজে খোঁজে কবি হল কেউ
কেউ হল পথ হারা।।
মেঘের কুমারী '
তুমি দেবী রুপে স্বর্গ করিলে পবিত্র
দেবতারাও তোমার রুপের দেওয়ানা।
তুমি হুর গিলমান হয়ে'
জান্নাতকে রেখেছ মুগ্ধতায় সাজিয়ে
তুমি আছো মুমিনের স্বপ্ন হয়ে।
তুমি যে প্রেমিকা শ্যামের '
তুমি যে সাধনা ধ্যানের ।
তুমি দেখিয়েছ রুপ বৈরাগীকে '
তুমি বুঝিয়েছ পাপ অধমকে '
তুমি দেখাইয়াছ লংঙ্কা রামকে '
তুমি চিনিয়েছ স্বর্গ এই ধরাকে।।
স্বপ্ন কণ্যা '
দূর দেশে কেন তুমি ?
কেন থাকো মোর আড়ালে?
এখনো স্বপ্ন দেখে যে কবি'
তুমি তাকে স্বপ্ন চিনালে"
তুমি তাকে ছন্দ চিনালে ""
আমাকে দিলে কি??