বাঙ্গালী রমনী
তোমার কালো ঠোটের রুপ দেখে
পথিক হাড়িয়েছে দিশা ।
ভুলেনি তোমাকে'
আজো পথে পথে হাটে সে।
তোমার থেকে রুপবতি নয় সাইবেরিয়ার রমনী।
দেখেছে সেতাঙ্গ কিশোর।
দেখেছে মরু উদ্যানের বেদুইন।
দেখেছে মঙ্গল সম্রাট।
দেখেছে তোমার রুপ ।
অমাবস্যার রুপে পাগল কবি
তুমি যে তোমার মাঝেই
নিজেকে সাজিয়েছ তুমি প্রকৃতির সাজে।
কি দিয়ে দিব আমি '
তোমার রুপের বর্ণনা।
আমার কলম যে ভাষা পায়না।
হাড়িয়ে ফেলেছে সকল শব্দ ভান্ডার
সকল উপমাযে তোমার তরে বিলিন।
তোমারি তরে লুটিয়ে পড়েছে"
পৃথিবীর সব রুপ 'অহংকার।
তোমার দৃষ্টিতে সৃষ্টি খোজে কবি।
তোমার স্পর্শে যুবক হল কবি।
মেতে উঠে সৃষ্টি সুখের উল্লাসে।
'তুমি যে কবিতা '
কবিতার ভাষা তোমাতে বিলিন।
সকল সৌন্দর্য তোমার তরে মলিন।
তুমি যে সকল গানের সুর।
কি আছে এ ধরাতে"?
তোমার দৃষ্টির চাইতে মধুর।